সিলেটের সুরমা নদীর ওপর ঐতিহ্যবাহী কিনব্রিজ। সিলেট শহরকে উত্তর ও দক্ষিণ দুই ভাগে বিভক্ত করেছে সুরমা নদী। দুই অংশকে যুক্ত করতে নদীর ওপর ১৯৩৬ সালে ধনুকের মতো বাঁকা একটি সেতু নির্মাণ করা হয়। ১ হাজার ১৫০ ফুট দৈর্ঘ্য ও ১৮ ফুট প্রস্থের লোহার তৈরি ব্রিটিশ ঐতিহ্যের কিনব্রিজ। সিলেট অঞ্চলে সুরমায় প্রথম সেতু এটি। সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সংস্কারকাজের জন্য যান ও মানুষ চলাচল বন্ধ রয়েছে। ঐতিহ্যবাহী স্থাপনাটি টিকিয়ে রাখার স্বার্থে ১৬ আগস্ট থেকে সংস্কার কাজ করছে রেলওয়ে পূর্বাঞ্চলের রেলওয়ের সেতু বিভাগ। এ জন্য ১৫ অক্টোবর পর্যন্ত সেতুটি বন্ধ থাকবে। সেতু বন্ধ থাকায় শহরের আরও দুটি ব্রিজ ব্যবহারের পাশাপাশি কিনব্রিজ–লাগোয়া চাঁদনীঘাট এলাকায় নৌকায় করে সুরমা নদী পার হচ্ছেন লোকজন। ছবি: আনিস মাহমুদ
১ / ১৩
২ / ১৩
৩ / ১৩
৪ / ১৩
৫ / ১৩
৬ / ১৩
৭ / ১৩
৮ / ১৩
৯ / ১৩
১০ / ১৩
১১ / ১৩
১২ / ১৩
১৩ / ১৩