ক্রিসেন্ট লেকে একদুপুর

রাজধানীর ক্রিসেন্ট লেক এখন পানিতে ভরপুর। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে মানুষ ঘুরতে আসেন এখানে। এ কারণে লেকের পাড়ে গড়ে উঠেছে চটপটি, ফুচকা ও আইসক্রিমের অস্থায়ী দোকান। দিনভর লেকের পানিতে গোসল করে আনন্দে মাতে শিশু-কিশোরেরা। ক্রিসেন্ট লেক নিয়ে এবারের ছবির গল্প। ছবি তুলেছেন শামসুল হক।

১ / ৬
প্রতিদিন ক্রিসেন্ট লেকে ঘুরতে আসেন অনেকেই।
২ / ৬
লেকের পানিতে দল বেঁধে গোসল করতে নেমেছে শিশু-কিশোরেরা।
Sha ha tanku
৩ / ৬
লেকের পানিতে চলছে সাঁতার কাটা।
Sha ha tanku
৪ / ৬
ক্রিসেন্ট লেকের পাড়ে গড়ে উঠেছে অস্থায়ী ফুচকার দোকান।
৫ / ৬
রয়েছে আইসক্রিমের দোকান।
৬ / ৬
সেতুর ওপর ফুটবল নিয়ে কসরত করছে এক কিশোর।