শাপলার বিল

প্রায় ৩০ একর জায়গাজুড়ে একটি জলাশয়। বিস্তীর্ণ এই জলাশয় প্রতিদিন সকালে লাল শাপলার হাসিতে উজ্জ্বল হয়ে ওঠে। স্নিগ্ধ শাপলার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন অগণিত ভ্রমণপিপাসু মানুষেরা ছুটে আসেন জলাশয়ের ধারে। পানি কম থাকায় শিশু-কিশোরেরা কেউ কেউ জলাশয়ে নেমে যায় শাপলা তুলতে। কুমিল্লা লাকসাম উপজেলার তারাপুর গ্রামে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে সৌন্দর্য ছড়ানো শাপলার ছবি নিয়ে এই গল্প।

১ / ৮
সকালের মৃদু আলোয় সৌন্দর্য ছড়াচ্ছে শাপলা ফুল।
২ / ৮
সদ্য ফোটা শাপলা দেখলে জুড়ায় চোখ।
৩ / ৮
দুটি কলি সঙ্গে ফুটন্ত লাল শাপলা।
৪ / ৮
শাপলা তুলেছে দুই কিশোর।
৫ / ৮
যত দূর চোখ যায়, ফুটে আছে শাপলা।
৬ / ৮
পছন্দের শাপলা তোলার পর দেখে নিচ্ছে এক কিশোর।
৭ / ৮
শাপলা ফুলের মধ্যে ফুটেছে কচুরিপানা ফুল।
৮ / ৮
শাপলা তুলে দল বেঁধে বাড়ি ফেরা।