বৃষ্টির মধ্যে ওএমএসের চাল ও আটার জন্য দীর্ঘ লাইন

অবিরাম বৃষ্টির মধ্যেও সুলভ মূল্যে ওএমএসের চাল ও আটা কিনতে সিলেট নগরের সুরমা পয়েন্ট এলাকায় দীর্ঘ লাইনে দাঁড়ান স্বল্প আয়ের মানুষেরা। সোমবার সকাল পৌনে ১০টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি না আসায় উন্মুক্ত স্থানে সকাল থেকে বৃষ্টিতে ভিজে অপেক্ষায় ছিলেন মানুষজন। ঝুম বৃষ্টিতে অনেকের জামাকাপড় ভিজে গেছে, কারও হাতে ভেজা ছাতা, আবার কেউ মাথায় কিছু না দিয়ে পুরো ভিজে পণ্য নেওয়ার জন্য অপেক্ষা করেন। সকাল ৯টা ৫৫ মিনিটে পণ্যবাহী গাড়ি এলে ঝুম বৃষ্টির মধ্যে ভোগান্তি নিয়ে চাল-আটা কেনেন স্বল্প আয়ের মানুষেরা।

১ / ৯
পণ্যের জন্য সকাল থেকে অপেক্ষায় লোকজন
২ / ৯
ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে কেউ বসে, কেউ দাঁড়িয়ে অপেক্ষা করছেন
৩ / ৯
এমন ঝুম বৃষ্টির মধ্যে লাইনে দাঁড়িয়ে লোকজন
৪ / ৯
সকাল ৯টা ৫৫ মিনিটে বৃষ্টির মধ্যে আসে পণ্যবাহী গাড়ি
৫ / ৯
পণ্য নিয়ে ভিজে বাড়ি ফিরছেন একজন
৬ / ৯
বৃষ্টিতে ভিজে একাকার। হাতে ব্যাগ নিয়ে লাইনের দিকে যাচ্ছেন তিনি
৭ / ৯
পলিথিন ব্যাগে পণ্য নিয়ে বৃষ্টির মধ্যে বাড়ি ফিরছেন এক নারী
৮ / ৯
বৃষ্টির মধ্যে পণ্য দেওয়া চলছে
৯ / ৯
ঝুম বৃষ্টি বাড়িয়ে দিয়েছে ভোগান্তি