জমজমাট ফিশারিঘাট

নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরা শুরু হয়েছে। জেলেদের জালে ধরা পড়ছে নানা ধরন ও আকারের সামুদ্রিক মাছ। সকালে ট্রলার থেকে সেসব মাছ খালাস করে নিয়ে যাওয়া হয় বাজারে। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে মাছগুলো সাজিয়ে রাখেন বিক্রেতারা। পাইকারি বিক্রেতারা পছন্দমতো মাছ কিনে দেশের বিভিন্ন স্থানে ভোক্তাদের কাছে পৌঁছে দেন। বাজারে সামুদ্রিক মাছের পাশাপাশি বিক্রি করা হয় মিঠাপানির মাছও। চট্টগ্রামের ফিশারিঘাটের মাছের বাজার নিয়ে এবারের ছবির গল্প।

১ / ১০
বাজারে ক্রেতা-বিক্রেতার ভিড়।
২ / ১০
জমজমাট মাছের বাজার।
৩ / ১০
ঠেলাগাড়ি করে বাজারে বিক্রির জন্য মাছ নেওয়া হচ্ছে।
৪ / ১০
ঝুড়িতে নানা রকমের মাছ সাজিয়ে রেখেছেন বিক্রেতারা।
৫ / ১০
বিক্রির জন্য রাখা হচ্ছে টুনা মাছ।
৬ / ১০
সামুদ্রিক বেলে মাছ দেখাচ্ছেন একজন।
৭ / ১০
সাজিয়ে রাখা হচ্ছে কাইক্কা মাছ।
৮ / ১০
ছোট-বড় বিভিন্ন আকারের মাছ বাজারে আসছে।
৯ / ১০
ঝুড়িতে মলা মাছ সাজিয়ে রাখা হয়েছে।
১০ / ১০
সাজিয়ে রাখা হচ্ছে মিঠাপানির মাছ।