দেশি-বিদেশি ফলের বেচাকেনা

বাজারে সারা বছর দেশি-বিদেশি ফল পাওয়া যায়। তবে পবিত্র রমজান মাসে ফলের চাহিদা অনেক বেড়ে যায়। সাহ্‌রি ও ইফতারে রোজাদারেরা ফল খেতে পছন্দ করেন। বিভিন্ন ধরনের পুষ্টিকর ও সুস্বাদু ফলের চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে বিক্রিও বাড়ে। চাহিদা বেশি থাকায় একটু বেশি দামে বিক্রি হয় প্রায় সব ধরনের ফল। সিলেট নগরের রিকাবীবাজার-পুলিশ লাইনস এলাকার ফলের বাজার নিয়ে এই ছবির গল্প।

১ / ৯
ছোট ছোট ভ্যানে নানা রকম ফল নিয়ে বসেছেন খুচরা বিক্রেতারা।
ANIS
২ / ৯
২০০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে আনারস।
৩ / ৯
পেয়ারা সাজিয়ে রেখেছেন বিক্রেতা। প্রতি কেজি পেয়ারা বিক্রি হচ্ছে ১২০ টাকায়।
৪ / ৯
মৌসুমি ফল তরমুজ বিক্রির জন্য সাজিয়ে রেখেছেন বিক্রেতা।
৫ / ৯
কালো আঙুর বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০০ টাকায়।
৬ / ৯
ভ্যানে সাজিয়ে রাখা হয়েছে দেশি বরই।
৭ / ৯
আপেল ও মাল্টা সাজিয়ে রাখা হয়েছে।
৮ / ৯
এক হালি বেল ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
৯ / ৯
ফল কিনছেন এক ব্যক্তি।