হরতাল-অবরোধে সাদা পাথরে পর্যটক কমছে
বিএনপির হরতাল-অবরোধের প্রভাব পড়েছে সিলেটের দর্শনীয় স্থানগুলোতে। অবরোধে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে সিলেটে পর্যটক আসা কমে গেছে। এতে প্রায় পর্যটকশূন্য সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর পর্যটনকেন্দ্র। পর্যটক কম থাকায় বন্ধ দোকানপাট। ঘাটে অলস পড়ে আছে পর্যটকবাহী নৌকা। ছবিগুলো ভোলাগঞ্জ সাদা পাথরের ১০ নম্বর ঘাট থেকে তোলা।