চট্টগ্রামে ফ্যাশনের ধ্রুপদি আয়োজন

বন্দরনগরী চট্টগ্রামে গত ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ‘আদি মোহিনী মোহন কাঞ্জিলাল-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতা। পাঁচ তারকা হোটেল র‍্যাডিসন ব্লু বে ভিউর মোহনা হলে সন্ধ্যা সাতটায় প্রতিযোগিতার পর্দা ওঠে। সুর, ছন্দ, ধ্রুপদি নৃত্য আর ফ্যাশন কিউর অনবদ্য পরিবেশনায় পুরো আয়োজন হয়ে ওঠে জমকালো। আয়োজনে পাঁচমিশালি গানের তালে নৃত্য পরিবেশ করে ‘সৃষ্টি কালচারাল একাডেমি’। পরে সুরের আবেশ ছড়াতে হাজির হয় এ প্রজন্মের জনপ্রিয় গানের দল ‘দীপ্র অ্যান্ড দুর্জয় ব্রাদার্স’। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে ছিল জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ও পারশা মাহজাবীনের আগমন। সম্প্রতি বাংলাদেশের অন্যতম বৃহৎ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে তাঁদের ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’ মুক্তি পেয়েছে। ওয়েব ফিল্মটি ইতিমধ্যে দর্শক মহলে দারুণ সাড়া ফেলেছে। তাঁরা দর্শকদের ‘ঘুমপরী’ নিয়ে নানা মজার তথ্য জানান। গান গেয়ে শোনান পারশা মাহজাবীন। এ নিয়ে ছবির গল্প

১ / ৭
সুরের আবেশ ছড়ায় এ প্রজন্মের জনপ্রিয় গানের দল ‘দীপ্র অ্যান্ড দুর্জয় ব্রাদার্স’।
২ / ৭
আলোর ঝলকানিতে দুই ভাইয়ের পরিবেশনা।
৩ / ৭
আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বাংলাদেশের কর্ণধার শিবলী মাহমুদকে ক্রেস্ট তুলে দিচ্ছেন কবির বকুল।
৪ / ৭
আয়োজনে নিজের লেখা গান করে দর্শকদের মুগ্ধ করেন কবির বকুল (বাঁয়ে)।
৫ / ৭
নাচ পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে ‘সৃষ্টি কালচারাল একাডেমি’।
৬ / ৭
উপস্থাপনায় ছিলেন স্মিতা চৌধুরী।
৭ / ৭
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ও পারশা মাহজাবীনের আগমন।