চামড়া নিয়ে ব্যস্ততা

পবিত্র ঈদুল আজহার সময় কোরবানির পশুর চামড়া সংগ্রহ করতে দিনভর ব্যস্ত থাকেন মৌসুমি ব্যবসায়ীরা। তাঁরা সেগুলো বিক্রি করেন আড়তদারদের কাছে। সেখান থেকে চামড়া যায় ট্যানারিতে। ব্যবসায়ীরা বলছেন, এবার চামড়ার দাম বাড়ানো হলেও আড়তদারেরা কৌশলে দাম কম দিচ্ছেন তাঁদের। আজ বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রামের ছবিগুলো তুলেছেন সাজিদ হোসেন ও জুয়েল শীল।

১ / ১০
কোরবানির পশুর চামড়া ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। রাজধানীর মহাখালী এলাকায়।
২ / ১০
বিভিন্ন এলাকা থেকে পশুর চামড়া আনা হচ্ছে চট্টগ্রামের আগ্রাবাদের চৌমুহনীতে।
৩ / ১০
ভ্যান থেকে চামড়া নামাতে ব্যস্ত শ্রমিকেরা। চট্টগ্রামের আগ্রাবাদের চৌমুহনীতে।
৪ / ১০
পিকআপ থেকে নামানো হচ্ছে চামড়া। চট্টগ্রামের আগ্রাবাদের চৌমুহনীতে।
৫ / ১০
পিকআপে করে চামড়া আনা হয়েছে। চট্টগ্রামের আগ্রাবাদের চৌমুহনীতে।
৬ / ১০
বিভিন্ন এলাকায় ঘুরে সংগ্রহ করা হয় চামড়া। চট্টগ্রামের আগ্রাবাদের চৌমুহনীতে।
৭ / ১০
চামড়া বিক্রির জন্য ট্রাক থেকে নামানো হচ্ছে। রাজধানীর পোস্তায়।
৮ / ১০
ঝুড়িতে করে চামড়া পোস্তার একটি আড়তে নিচ্ছেন শ্রমিকেরা।
৯ / ১০
পোস্তার একটি আড়তে সংরক্ষণের জন্য চামড়া মজুত করা হচ্ছে।
১০ / ১০
পোস্তার একটি আড়তে চামড়ায় লবণ ছিটিয়ে সংরক্ষণ করা হচ্ছে।