কুমিল্লার লোকজ ঐতিহ্য জাদুঘর

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের প্রত্যন্ত হাওড়াতলি গ্রামে গড়ে উঠেছে লোকজ ঐতিহ্য জাদুঘর। জাদুঘরটির প্রতিষ্ঠাতা মো. ইমাম হোসাইন। তিনি এই জাদুঘরের জন্য বিলুপ্তপ্রায় জিনিসপত্র সংগ্রহ করে যাচ্ছেন। বর্তমানে এখানে প্রায় ১২ হাজার বিলুপ্তপ্রায় জিনিসপত্র রয়েছে। দূরদূরান্ত থেকে অনেক দর্শনার্থী আসছেন এখানে। ছবির গল্পে থাকে লোকজ ঐতিহ্য জাদুঘরের নানা দৃশ্য।

১ / ১২
সড়কের পাশে এই ঘরে গড়ে তোলা হয়েছে লোকজ ঐতিহ্য জাদুঘর।
২ / ১২
লোকজ ঐতিহ্য জাদুঘরের একাংশ।
৩ / ১২
জাদুঘরে আছে ৯৪ বছরের পুরোনো কলের গান।
৪ / ১২
বিভিন্ন শিল্পীর মূল কলের গানের রেকর্ড আছে হাজারখানেক।
৫ / ১২
বিলুপ্ত ৪৮ প্রজাতির ধানসহ নানান বীজ আছে এই জাদুঘরে।
৬ / ১২
বিভিন্ন ধরনের রাস বা মটকা শোভা পাচ্ছে জাদুঘরে। এগুলোর কোনো কোনোটির বয়স শত বছরের ওপরে।
৭ / ১২
বিভিন্ন ধরনের কুপি, হারিকেন ও টর্চলাইট আছে এখনে।
৮ / ১২
জাদুঘরে আছে ৩০-৪০ বছর আগের ক্যাসেট প্লেয়ার ও সাদাকালো টেলিভিশন।
৯ / ১২
১৯৬৬ সালের ‘তক্দীর’ ও ১৯৭০ সালের ‘যোগবিয়োগ’ সিনেমার পোস্টার।
১০ / ১২
জাদুঘরে আছে সুতা কাটার চরকা।
১১ / ১২
১৫০টি দেশের ডাকটিকিট শোভা পাচ্ছে জাদুঘরের দেয়ালে।
১২ / ১২
বহু বছরের পুরোনো ঢেঁকি আছে জাদুঘরের পাশে।