খুলনার শাহাপুরে পশুর হাট

খুলনার ডুমুরিয়া উপজেলার শাহাপুরে সাপ্তাহিক হাট বসে বৃহস্পতিবার। এই হাটের বেশ নামডাক চারদিকে। এ হাটে গরু, ছাগল, ভ্যান, সাইকেলসহ বিভিন্ন জিনিসের বিকিকিনি হয়। যেহেতু আর তিন দিন পরেই ঈদুল আজহা, তাই কোরবানি পশু গরু–ছাগলের বিক্রি জমে উঠেছে বেশ। হাটে কোরবানির পশুর বিকিকিনি নিয়ে ছবি গল্প। সাদ্দাম হোসেন

১ / ১০
বিক্রি না হওয়ায় পালা গরুটিকে নিয়ে বাড়ি ফিরছেন এই ব্যক্তি। পথে গরুকে আদর করে দিচ্ছেন তিনি
২ / ১০
গরু সামাল দেওয়া কষ্টকর হয়ে গেছে।
৩ / ১০
এ হাট থেকে গরু কিনে দূরদূরান্তে বিক্রির জন্য নিয়ে যেতে ট্রাকে তুলেছেন ব্যাপারীরা।
৪ / ১০
গরমে হাঁপিয়ে ওঠা এক গরুর ব্যাপারী আইসক্রিমে তৃষ্ণা মেটাচ্ছেন।
৫ / ১০
গরু বিক্রি শেষে টাকা গুনছেন ব্যাপারী।
৬ / ১০
গরুর হাটের একাংশ।
৭ / ১০
চলছে দুই গরুর লড়াই
৮ / ১০
খাবার খেতে লাফিয়ে উঠেছে ছাগল
৯ / ১০
গরু-ছাগলের গলায় বাঁধা ঝুনঝুনি ১০০ টাকায় বিক্রি করছেন একজন।
১০ / ১০
ছাগলটির দাম চেয়েছিলেন ২৭ হাজার টাকা। কিন্তু এই দামে কেউ না কেনায় ছাগলটিকে নিয়ে বাড়ি ফিরছেন এই ব্যক্তি