নির্বাচনী প্রচারের প্রস্তুতি

ঢাকঢোল পিটিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হতে আরও দিন দু–এক দিন বাকি। কিন্তু তার আগেই চট্টগ্রামের ছাপাখানাগুলোতে পড়েছে ভোটের উত্তাপ। নগরের আন্দরকিল্লা এলাকার ছাপাখানাগুলোতে এখন দিনরাত কাজ করছেন কর্মীরা। প্রার্থীদের পোস্টার, লিফলেট ছাপানো, কাটা ও ভাঁজ করার কাজে ব্যস্ত সবাই। নির্বাচন ঘিরে এ কর্মযজ্ঞ নিয়ে আজকের ছবির গল্প।

১ / ৯
বন্দরনগরীর বিভিন্ন প্রেসে প্রার্থীরা ছাপানো শুরু করেছেন নির্বাচনী হ্যান্ডবিল (প্রচারপত্র)।
২ / ৯
ছাপার মান ঠিক আছে কি না, তা মিলিয়ে দেখছেন দুই কর্মী।
৩ / ৯
প্রেস মেশিনের সামনে ছাপাখানার কর্মীর ব্যস্ততা।
৪ / ৯
আন্দরকিল্লার প্রায় সব ছাপাখানাতেই এখন এমন ব্যস্ততার ছবি।
৫ / ৯
মেশিনে কাগজ দেওয়া থেকে শুরু করে কালি মেলানো—নির্বাচন এলে ব্যস্ততা বাড়ে কয়েক গুণ।
৬ / ৯
ছাপা শেষে প্রচারপত্রগুলো ভাঁজ করছেন এক কর্মী।
৭ / ৯
প্রচারপত্র ছাপিয়ে চলেছে প্রেস মেশিন।
৮ / ৯
নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের হাতে প্রচারসামগ্রী তুলে দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করছেন ছাপাখানার কর্মীরা।
৯ / ৯
পুরোনো আমলের ছাপার মেশিনের বদলে এখন জায়গা করে নিয়েছে আধুনিক স্বয়ংক্রিয় যন্ত্র।