চট্টগ্রামে পুষ্টি–প্রথম আলো স্কুল আঞ্চলিক বিতর্ক উৎসব

‘যোগ দাও মুক্তির মেলায়’ স্লোগান নিয়ে পুষ্টি-প্রথম আলো স্কুল আঞ্চলিক বিতর্ক উৎসব শুরু হয়েছে। বিতর্ক উৎসবে চট্টগ্রাম অঞ্চলের ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান নাম নিবন্ধন করে। এতে উপস্থিত ছিলেন চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি-সিআইইউর উপাচার্য মাহফুজুল হক চৌধুরী, পুষ্টির বিপণন ব্যবস্থাপক শাহীন আলম এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। আজ শুক্রবার চট্টগ্রাম নগরের জেলা শিল্পকলা একাডেমিতে এ উৎসব হয়।

১ / ১৩
নিবন্ধন করা শিক্ষার্থীরা তাদের নাম জমা দিয়ে খাবার ও গেঞ্জি নিচ্ছে।
২ / ১৩
বিতর্ক প্রতিযোগিতার আগে কর্মশালায় অংশ নেয় শিক্ষার্থীরা।
৩ / ১৩
বিতর্ক প্রতিযোগিতার আগে কর্মশালায় অংশ নেয় শিক্ষার্থীরা।
৪ / ১৩
কুইজ প্রতিযোগিতায় প্রশ্নের উত্তর লিখছে শিক্ষার্থীরা।
৫ / ১৩
পুষ্টি স্টলে বিভিন্ন পণ্য দেখছেন অভিভাবকেরা।
৬ / ১৩
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁ থেকে পুষ্টির বিপণন ব্যবস্থাপক শাহীন আলম, সিআইইউর উপাচার্য মাহফুজুল হক চৌধুরী ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।
৭ / ১৩
পায়রা উড়িয়ে বিতর্ক উৎসব উদ্বোধন করেন অতিথিরা।
৮ / ১৩
প্রথমার স্টলে বই দেখছেন শিক্ষার্থীরা।
৯ / ১৩
বিতর্ক মঞ্চে বিচারকেরা।
১০ / ১৩
মাদকমুক্ত রাখার ক্ষেত্রে পরিবার নয়, শিক্ষকদের ভূমিকাই প্রধান—এই বিষয় নিয়ে বিতর্ক চলছে।
১১ / ১৩
স্কুল বিতর্ক চলছে।
১২ / ১৩
বিতর্কে যুক্তি দিচ্ছে এক বক্তা।
১৩ / ১৩
চলছে পক্ষে-বিপক্ষে যুক্তি।