সুই-সুতার ফোঁড়ে কাঁথায় ফুটে উঠছে বাহারি নকশা

পথের ধারে উঁচু উঠান। সেখানে সারিবদ্ধভাবে বসে আছেন কয়েকজন নারী। তাঁদের হাতে সুই-সুতা। সেই সুই-সুতা দিয়ে তাঁদের হাত বুনে চলেছে বাহারি নকশিকাঁথা। নারীরা সকালে সংসারের কাজ সেরে উঠানে বসে তৈরি করেন নকশিকাঁথা। বগুড়ার শেরপুর উপজেলার প্রত্যন্ত মাগুড়া তাইড় গ্রামের নারীদের নকশিকাঁথা তৈরি নিয়ে ছবির গল্প।

১ / ৯
বাড়ির উঠানে বসে নকশিকাঁথা বোনায় ব্যস্ত কয়েকজন নারী
২ / ৯
সুই-সুতার ফোঁড়ে চলছে কাঁথা সেলাইয়ের কাজ
৩ / ৯
কাঁথায় ফুটে উঠছে বাহারি নকশা
৪ / ৯
সুইয়ে সুতা গাঁথছেন এক নারী
৫ / ৯
হাতে আঁকা নকশার ওপর চলছে সেলাইয়ের কাজ
৬ / ৯
চেয়ারে বসে কাঁথা সেলাই করছেন এক নারী
৭ / ৯
কাঁথা সেলাইয়ে ব্যস্ত এক নারী
৮ / ৯
সাদা সুতায় তৈরি হচ্ছে নকশিকাঁথা
৯ / ৯
নিজের হাতে তৈরি করা নকশিকাঁথা দেখাচ্ছেন এক নারী