মধুমতী নদীর ওপর ভাসমান সেতু

সরকারি কোনো অনুদান ছাড়াই ভাসমান সেতুটি গড়ে তুলেছেন গ্রামের ৯৮ জন। মধুমতী নদীর ওপর এই সেতুর অবস্থান ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের টিটা গ্রামে। ২০১৮ সালে সেতুর কাজ শুরু করে ২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে সেতুটি ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়। প্রতিদিন দুই পাড়ের ১০ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ এই সেতু দিয়ে নদী পার হন। প্লাস্টিকের ড্রামের ওপর নির্মাণ করা সেতুটির দৈর্ঘ্য ৯০০ ফুট ও প্রস্থ ১২ ফুট।

১ / ৮
সারি সারি প্লাস্টিকের ড্রাম সাজিয়ে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন সেতুটি
২ / ৮
সেতুর ওপর দিয়ে হেঁটে আসছেন কয়েকজন শিক্ষার্থী
৩ / ৮
ভারসাম্য রাখতে সেতুর পাশ দিয়ে ড্রাম রাখা হয়েছে
৪ / ৮
সেতু দিয়ে নদী পারাপার হন গ্রামবাসী
৫ / ৮
সেতুর মাঝামাঝি জায়গা খানিকটা উঁচু
৬ / ৮
সেতুর ওপর দিয়ে হালকা যানবাহন চলাচল করতে পারে
৭ / ৮
ভ্যানে মালামাল নিয়ে সেতুর ঢালে নামছেন এক ব্যক্তি
৮ / ৮
মালামাল নিয়ে কোনো যানবাহন সেতু পার হতে গেলে কাটতে হয় পাঁচ টাকার টিকিট