শুষ্ক মৌসুমে ধলাই নদ

সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের প্রধান নদ ‘ধলাই’। বর্ষায় নদ পানিতে টইটম্বুর থাকলেও শুষ্ক মৌসুমে পানি কমে যায়। এ সময় জেগে ওঠে চর। সেই চরে অনেকেই আবার শীতকালীন সবজি চাষ করেন। উপজেলার তেলিখাল গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ধলাই নদ ‘তেলিখাল’ নামে বেশি পরিচিত। ধলাই নদের বর্তমান চিত্র নিয়ে ছবির গল্প।

১ / ৯
নদের বুকে চর জেগে কোনো কোনো জায়গায় পুকুরের মতো তৈরি হয়েছে
২ / ৯
নদের বুকে শীতকালীন সবজি চাষ হচ্ছে
৩ / ৯
নদের বুকে বিশাল চর
৪ / ৯
চরের ওপর দিয়ে দুই শিশুকে নিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী
৫ / ৯
নদের দুই পাড়ে স্থানীয় বাসিন্দাদের নৌকা রাখা
৬ / ৯
গ্রামের এপাশ থেকে ওপাশে যেতে নৌকায় পারাপার করেন দুই পারের মানুষ
৭ / ৯
হাওর লাগোয়া এই নদে মাছ মেলে বেশ
৮ / ৯
অনেকে গোসল থেকে শুরু করে বাড়ির দৈনন্দিন কাজ সারেন এই নদেই
৯ / ৯
তেলিখাল গ্রামের দিকে ভাঙন বেশি। ভাঙন ঠেকাতে সেখানে ‘জিও ব্যাগ’ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড