সাফজয়ী নারী ফুটবল দল নেপাল থেকে দেশে ফিরেছে বুধবার। বিআরটিসির ছাদখোলা দোতলা বাস ফুল দিয়ে সাজানো হয়। সেই বাসে চড়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে যান ফুটবলাররা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাফুফে ভবনে যাওয়ার পথে পথে ছিল অভিনন্দন–উচ্ছ্বাসে ভরা। ছবি তুলে, হাত নেড়ে, বিজয়চিহ্ন দেখিয়ে বিজয়ী নারী ফুটবলারদের শুভেচ্ছা জানান সাধারণ মানুষ।

১ / ১৪
সাফজয়ী খেলোয়াড়দের শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে এসেছে বিকেএসপির শিক্ষার্থীরা
ছবি: শুভ কান্তি দাশ
২ / ১৪
বিমানবন্দরের সামনে লাল–সবুজের জাতীয় পতাকা হাতে মানুষের ভিড়
ছবি: শুভ কান্তি দাশ
৩ / ১৪
নারী ফুটবলাররা বিমানবন্দর থেকে বের হয়ে আসার সময় বাদ্যবাজনা পরিবেশন করা হয়
ছবি: শুভ কান্তি দাশ
৪ / ১৪
নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে বেরিয়ে আসছেন বিজয়ী খেলোয়াড়েরা
ছবি: শুভ কান্তি দাশ
৫ / ১৪
ছাদখোলা বাসে সবার উদ্দেশে ট্রফি তুলে ধরেন অধিনায়ক সাবিনা খাতুন
ছবি: শুভ কান্তি দাশ
৬ / ১৪
নারী ফুটবলারদের বাসটি ঘিরে মানুষের উচ্ছ্বাস
ছবি: শুভ কান্তি দাশ
৭ / ১৪
জনস্রোতের মধ্য দিয়ে বাফুফে ভবনের উদ্দেশে রওনা হয় ছাদখোলা বাসটি
ছবি: শুভ কান্তি দাশ
৮ / ১৪
ঢাকার রাজপথে বিজয়ী ফুটবল দলের সদস্যদের নিয়ে এগিয়ে চলছে ছাদখোলা বাস
ছবি: সৈয়দ জাকির হোসেন
৯ / ১৪
শুভেচ্ছা জানাতে জাতীয় পতাকা নিয়ে পথে পথে ছিল মানুষের উপস্থিতি
ছবি: সৈয়দ জাকির হোসেন
১০ / ১৪
এগিয়ে চলছে ছাদখোলা বাস। পতাকা নেড়ে, বিজয়ী ট্রফি উঁচিয়ে আনন্দে মেতেছেন নারী ফুটবলাররা
ছবি: সৈয়দ জাকির হোসেন
১১ / ১৪
সাফজয়ী খেলোয়াড়দের শুভেচ্ছা জানাতে পথে পথে সাধারণ মানুষের সারি
ছবি: সৈয়দ জাকির হোসেন
১২ / ১৪
নারী ফুটবল দলের অধিনায়ক তুলে ধরেছেন ট্রফি
ছবি: সৈয়দ জাকির হোসেন
১৩ / ১৪
পথে বিভিন্ন জায়গায় ছবি তোলার জন্য ধীরগতিতে চলতে হয়েছে বাসটিকে
ছবি: তানভীর আহাম্মেদ
১৪ / ১৪
১৪. সন্ধ্যায় বাফুফে ভবনের কাছে পৌঁছালে সেখানে উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে ও ট্রফি উঁচিয়ে আনন্দ প্রকাশ করেন খেলোয়াড়েরা
ছবি: তানভীর আহাম্মেদ