ছায়ানটে শরতের স্নিগ্ধতা

সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট তাদের ঋতুভিত্তিক নিয়মিত আয়োজনের ধারাবাহিকতায় আজ শনিবার সকালে আয়োজন করেছিল ‘শরতের স্নিগ্ধতা মুছে দিক মলিনতা’ নামের অনুষ্ঠান। ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে এ আসর বসেছিল। অনুষ্ঠান সাজানো হয় কোরাস গানের সঙ্গে নাচ, একক কণ্ঠের গান, আবৃত্তি ও পাঠ দিয়ে।

১ / ১২
গানের সঙ্গে ছিল দলীয় নাচের পরিবেশনা।
২ / ১২
কোরাস গানে কণ্ঠ মেলান শিল্পীরা।
৩ / ১২
লাইসা আহমেদ লিসার পরিবেশনায় একক গান।
৪ / ১২
শিল্পীদের পরিবেশনায় দলীয় নাচ।
৫ / ১২
দর্শকদের অনেকেই পরিবেশনার স্মৃতি মুঠোফোনে তুলে রাখেন।
৬ / ১২
আবৃত্তি করছেন শিল্পী রফিকুল ইসলাম।
৭ / ১২
গান গেয়ে শোনান চঞ্চল কৃষ্ণ বড়াল।
৮ / ১২
একক গান করছেন পার্থ প্রতীম রায়।
৯ / ১২
গাইছেন ফারজানা আক্তার পপি।
১০ / ১২
শিল্পীরা এসেছিলেন শরতের শ্বেতশুভ্র মেঘ, কাশফুল আর আকাশের নীলের মিলমিশের পোশাকে সেজে।
১১ / ১২
আবৃত্তি করছেন ডালিয়া আহমেদ।
১২ / ১২
জাতীয় সংগীত গেয়ে শেষ হয় প্রায় দেড় ঘণ্টার পরিবেশনা।