শাহজালাল (র.) দরগাহে মুসাফিরদের ইফতার

পবিত্র রমজান মাস উপলক্ষে সিলেটে হজরত শাহজালাল (র.) দরগাহে মাজার জিয়ারত করতে আসেন অনেকে। দিন শেষে কেউ সেরে নেন ইফতার। রমজানে প্রতিদিন দরগাহে ইফতারের জন্য সারিবদ্ধভাবে বসে অপেক্ষা করেন রোজাদারেরা। ইফতার আয়োজনে থাকে ভুনা বা পাতলা খিচুড়ি আর আখনি। ইফতারে এ দুটি পদ সিলেটিদের বেশি প্রিয়। খেজুর, শরবত, ছোলা, পেঁয়াজুসহ নানা পদের সঙ্গে আখনি–খিচুড়ি থাকা চাই তাঁদের। কয়েক শ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় মুসাফিরদের জন্য এমন আয়োজন থাকে প্রতিবছর। গত বুধবার ছবিগুলো তোলা।

১ / ১০
থালায় ইফতারি দিচ্ছেন স্বেচ্ছাসেবক।
২ / ১০
প্রতিটি থালায় খেজুর দিচ্ছেন একজন।
৩ / ১০
ইফতারে অংশ নিতে আসছেন রোজাদারেরা।
৪ / ১০
রোজাদারদের কাছে ইফতারি নিয়ে যাচ্ছেন দুই স্বেচ্ছাসেবক।
৫ / ১০
থালা সাজানো হয়েছে ঐতিহ্যবাহী ইফতারিতে।
৬ / ১০
ইফতারি পরিবেশন করছেন এক স্বেচ্ছাসেবী।
৭ / ১০
প্রত্যেকের সামনে পৌঁছে গেছে ইফতারি।
৮ / ১০
সুশৃঙ্খলভাবে বসে আছেন নারী–শিশুরা।
৯ / ১০
ইফতারের আগে তসবিহ হাতে একজন।
১০ / ১০
হজরত শাহজালাল (র.) দরগাহ প্রাঙ্গণ।