মালয়েশিয়ায় যেতে বিমানবন্দরে ভিড়

চক্র তৈরি করে কর্মী পাঠানোয় অনিয়মের ঘটনায় চার বছর বন্ধ থাকার পর ২০২২ সালে বাংলাদেশিদের জন্য আবার মালয়েশিয়ার শ্রমবাজার খোলে। আবারও চক্র গঠন করা হয়। এই পরিপ্রেক্ষিতে গত মার্চে মালয়েশিয়া জানায়, দেশটি আপাতত আর শ্রমিক নেবে না। যাঁরা অনুমোদন পেয়েছেন, ভিসা পেয়েছেন, তাঁদের ৩১ মের (আজ শুক্রবার) মধ্যে মালয়েশিয়ায় ঢুকতে হবে। এ জন্য কয়েক দিন ধরে রিক্রুটিং এজেন্সিগুলোর আশ্বাসে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ঢাকায় আসছেন। তাঁরা প্রতিদিনই ভিড় করছেন বিমানবন্দরে। উড়োজাহাজে যাত্রার টিকিট না পেয়ে অনেককেই অনিশ্চয়তায় সময় কাটাতে হচ্ছে। আজ বিকেলে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছবিগুলো তোলা।

১ / ৮
উড়োজাহাজের টিকিট ছাড়াই মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে এসেছেন তাঁরা।
২ / ৮
উড়োজাহাজে ওঠার বিষয়ে রিক্রুটিং এজেন্সির কর্মীরা কোনো খবর দেবেন, সেই আশায় যাত্রী-স্বজনদের অপেক্ষা।
৩ / ৮
ক্লান্ত হয়ে বিমানবন্দরের ট্রলির ওপর ঘুমিয়ে পড়েছেন শ্রমিক হিসেবে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক একজন।
৪ / ৮
উড়োজাহাজের টিকিটের অপেক্ষায় মোহাম্মদ শফিউল্লাহ ও মোহাম্মদ হোসাইন।
৫ / ৮
পাসপোর্টে ট্রাভেল এজেন্সির স্টিকার দেখাচ্ছেন বিমানবন্দরে উড়োজাহাজের টিকিটের অপেক্ষায় থাকা এক ব্যক্তি।
৬ / ৮
এখনো মালয়েশিয়ার উদ্দেশে উড়াল দেওয়ার কোনো ব্যবস্থা না হওয়ায় দুশ্চিন্তায় মোহাম্মদ জহুরুল ইসলাম।
৭ / ৮
মালয়েশিয়া যাওয়ার জন্য নাটোর থেকে ঢাকায় এসেছেন মোহাম্মদ ইলিয়াস আলী। তিন দিন ধরে রিক্রুটিং এজেন্সির কর্মীদের পেছনে ঘুরে কোনো কাজ হয়নি তাঁর।
৮ / ৮
ছয়–সাত লাখ টাকা দিয়ে মালয়েশিয়ায় যাওয়ার স্বপ্ন দেখেছিলেন। এখনো সেই ব্যবস্থা না হওয়ায় কান্নায় ভেঙে পড়েন নাটোরের মোহাম্মদ সাইফুল্লা।