স্কুল মাঠে গ্রামীণ খেলা

বগুড়ার শাজাহানপুর উপজেলার জোড়া এমদাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সম্প্রতি এ বিদ্যালয়ের মাঠে খুদে শিক্ষার্থীদের বিভিন্ন গ্রামীণ খেলায় মেতে উঠতে দেখা যায়। এ নিয়ে ছবির গল্প।

১ / ৯
ওপেন টু বায়োস্কোপ খেলায় মেতেছে শিশুশিক্ষার্থীরা।
২ / ৯
খেলার একটি মুহূর্ত।
৩ / ৯
আটকে ফেলা হয়েছে একজনকে।
৪ / ৯
বিদ্যালয়ের মাঠে বাঘ-বকরি খেলায় মেতেছে শিশুশিক্ষার্থীরা।
৫ / ৯
বৃত্তের ভেতরে বাঘ, বাইরে বকরি।
৬ / ৯
বাঘের বাইরে যাওয়ার চেষ্টা।
৭ / ৯
ভেতরে ঢুকছে বাঘ।
৮ / ৯
বিদ্যালয়ের মাঠে মোরগ লড়াই খেলায় মেতেছে শিশুশিক্ষার্থীরা।
৯ / ৯
গোল্লাছুট খেলার একটি মুহূর্ত।