হাওরাঞ্চলের তালপাতা দিয়ে তৈরি পাখা

কিশোরগঞ্জের প্রত্যন্ত হাওরাঞ্চল নিকলীর দামপাড়া ইউনিয়নের দুটি গ্রামে নারীদের তৈরি তালপাতার হাতপাখায় ঘোরে সংসারের চাকা। প্রায় ৫৪ বছর ধরে টেকপাড়া ও বর্মণপাড়া গ্রামের নারীরা এ কাজের সঙ্গে জড়িত। গত কয়েক দিন তাপমাত্রা বেড়ে যাওয়ায় তালপাতার হাতপাখার কদরও অনেক বেড়েছে। দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকারি ব্যবসায়ীরা এসে এসব পাখা ৭০ থেকে ৭৫ টাকায় কিনে নিয়ে বেশি দামে বিক্রি করেন। সেই দুটি গ্রামের নারীদের তালপাতা দিয়ে তৈরি হাতপাখা নিয়ে ছবির গল্প

১ / ১০
শুকনা তালপাতা প্রথমে চিকন লম্বাকৃতির করে কেটে নেওয়া হয়। এরপর সেগুলো দিয়ে পাখার নকশা তৈরি করা হয়
২ / ১০
পাতার একেকটা টুকরাকে নারা রঙে রাঙিয়ে নেওয়া হয়
৩ / ১০
বহু বছর ধরে পাখা তৈরি করছেন এই বৃদ্ধা
৪ / ১০
দল বেঁধে চলে পাখা তৈরির কাজ
৫ / ১০
চাহিদা অনুযায়ী পাখায় লাগানো হয় বিভিন্ন উপকরণ
৬ / ১০
হাতে করা হয় অনেক সূক্ষ্ম কারুকাজ
৭ / ১০
প্রবীণেরা পাখা তৈরির কাজ শেখান নবীনদের‍
৮ / ১০
বিক্রয়ের জন্য রাখা পাখা
৯ / ১০
শহরে বিক্রির জন্য নেওয়া হচ্ছে হাতপাখা
১০ / ১০
পাইকারি ব্যবসায়ীরা গ্রাম থেকে সংগ্রহ করেন তালপাতার হাতপাখা