পাহাড়ে এখন জনপ্রিয় শজনের চাষ
শজনেগাছ রোপণের দুই বছরের মধ্যে এর ডাঁটা পাওয়া যায়। আগে শুধু সবজি হিসেবে পাতা খাওয়ার জন্য দু–একটি গাছ লাগানো হতো। কিন্তু সবজি হিসেবে শজনেডাঁটাও জনপ্রিয় হয়ে ওঠায় এখন পাহাড়ে বাণিজ্যিকভাবে বাগান করে শজনের চাষ করা হয়। গাছ রোপণের পর কমপক্ষে ৩০ বছর ফল দেয়। গাছ রোপণের পর এর পরিচর্যা কম প্রয়োজন হয়। শজনেডাঁটা প্রতি কেজি ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হয়। পাহাড়ের বিভিন্ন গ্রাম থেকে শজনেডাঁটা সংগ্রহ করে পাইকারেরা নিয়ে যান দেশের বিভিন্ন প্রান্তে।
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯