ঢাকায় সড়ক অবরোধে যানজটের ভোগান্তি
উপসহকারী প্রকৌশলী ও সমমানের পদ শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্দিষ্ট করাসহ কয়েকটি দাবিতে আজ সোমবার দুপুর ১২টা থেকে টানা ৬ ঘণ্টা রাজধানীর গুরুত্বপূর্ণ একটি সড়ক অবরোধ করেন পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে ব্যাহত হয় যান চলাচল। দীর্ঘ যানজট দেখা দেয় তেজগাঁও, রামপুরা, হাতিরঝিল, কাকরাইল, শাহবাগ, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট, বিজয় সরণি, মহাখালী, বনানীসহ বিভিন্ন এলাকায়। চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী।