তরমুজ তুলতে মাঠে নারী শ্রমিক

খুলনার দাকোপ উপজেলার বাজুয়ায় কয়েক বছর ধরে তরমুজ চাষ হচ্ছে। এখন পরিপক্ব তরমুজ তোলার সময়। পুরুষদের পাশাপাশি নারী শ্রমিকেরা তরমুজের মাঠে কাজ করেন। মাঠ থেকে ট্রাকে তরমুজ তুলে দেন তাঁরা। দলগতভাবে প্রতিটি তরমুজ তোলার মজুরি পান ২ টাকা। দিন শেষে নিজেরা টাকা ভাগ করে নেন তাঁরা।

১ / ৯
পাওয়ার টিলারের ট্রলিতে তরমুজ তুলছেন নারীরা
২ / ৯
পুরুষের পাশাপাশি নারীরাও তরমুজের মাঠে কাজ করছেন।
৩ / ৯
পাওয়ার টিলারে তরমুজ তোলা শেষে মাঠ থেকে ফিরছেন নারীরা
৪ / ৯
গাছ থেকে সংগ্রহ করা তরমুজ হাতে হাতে পাওয়ার টিলারের ট্রলিতে তোলা হচ্ছে।
৫ / ৯
পাওয়ার টিলারের ট্রলিতে তরমুজ সাজিয়ে রাখেন এই নারী শ্রমিক
৬ / ৯
তরমুজ কোলে নিয়ে ছবি তোলার জন্য পোজ দিয়েছেন এই নারী শ্রমিক
৭ / ৯
তপ্ত দুপুরে কাজের ফাঁকে পানি খেয়ে তৃষ্ণা মেটাচ্ছেন।
৮ / ৯
তরমুজ তোলা শেষে পাওয়ার টিলারের ট্রলিতে করে নিয়ে যাওয়া হচ্ছে
৯ / ৯
গাছতলায় জিরিয়ে নেওয়ার ফাঁকে তরমুজ খাচ্ছেন এই নারী শ্রমিক