পুষ্টি–প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব–ঢাকা পর্ব

পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব ২০২৩–এর ঢাকার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হলো রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে। এই উৎসব অনুষ্ঠিত হয় গতকাল শনিবার । এই পর্বে মিরপুর-ক্যান্টনমেন্ট এলাকার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।

বিতর্ক শেষে নয়জন বিচারকের মধ্যে পাঁচ বিচারকের ভোটে সেরা হয়েছে রাজধানী শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ। আর পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবে রাজধানীর মিরপুর-ক্যান্টনমেন্ট এলাকার আঞ্চলিক পর্বে ফাইনালে রানার্সআপ হয়েছে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। দিনভর এ আয়োজনের নানা কার্যক্রম নিয়ে এবারের ছবির গল্প।

১ / ১২
শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় বিতর্ক উৎসব
২ / ১২
জাতীয় সংগীতের সময় মিলনায়তনে উপস্থিত সুধী ও শিক্ষার্থীরা দাঁড়িয়ে সম্মান জানান
৩ / ১২
মাদককে ‘না’ বলার শপথ করান মনোচিকিৎসক অধ্যাপক আহমেদ হেলাল
৪ / ১২
এ সময় অনুষ্ঠানে উপস্থিত সবাই দুই হাত তুলে মাদককে ‘না’ বলার শপথে অংশ নেন
৫ / ১২
বিতর্ক–সংশ্লিষ্ট প্রশ্নোত্তর পর্বে এক শিক্ষার্থী
৬ / ১২
ফাইনাল বিতর্ক
৭ / ১২
বিতর্কের একটি মুহূর্ত
৮ / ১২
চলছে বক্তব্য উপস্থাপন
৯ / ১২
পর্যায়ক্রমে আরেক পক্ষের বক্তব্য উপস্থাপনের পালা
১০ / ১২
মিলনায়তনে কুইজে মগ্ন শিক্ষার্থীরা
১১ / ১২
চলছে বিতর্ক
১২ / ১২
পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব ২০২৩-এ পুরস্কার বিজয়ীদের সঙ্গে অতিথি ও বিচারকেরা