চট্টগ্রামে চামড়ার দাম পাচ্ছেন না মৌসুমি ব্যবসায়ীরা

পবিত্র ঈদুল আজহায় কোরবানির পর চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় চামড়ার মৌসুমি হাট বসে। বাড়ি বাড়ি গিয়ে পশুর চামড়া সংগ্রহ করেন মৌসুমি ব্যবসায়ীরা। পরে তা বিক্রি করেন আড়তদারদের কাছে। কিন্তু তাঁরা বলছেন, ন্যায্য দাম পাচ্ছেন না। চট্টগ্রামের চৌমুহনী এলাকায় বসেছে সবচেয়ে বড় হাট। লোকজন রিকশা, ভ্যান, পিকআপে করে চামড়া নিয়ে আসছেন। চলছে দরদাম। দামে বনলে চামড়া কেনা হচ্ছে, না হলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ছবি তুলেছেন জুয়েল শীল।

১ / ৭
রিকশাভ্যানে বাড়ি বাড়ি থেকে চামড়া সংগ্রহ করে আনা হয়।
২ / ৭
বিক্রি জন্য চামড়া নিয়ে যাওয়া হচ্ছে।
৩ / ৭
ছোট ট্রাকে করে আনা হয় পশুর চামড়া।
৪ / ৭
রাস্তার পাশে চেয়ার-টেবিল পেতে বসেছেন ব্যবসায়ীরা।
৫ / ৭
ট্রাক থেকে নামানো হচ্ছে কোরবানির পশুর চামড়া।
৬ / ৭
চামড়ার দাম নিয়ে হতাশ এক ব্যবসায়ী।
৭ / ৭
বিক্রি করতে না পেরে ভ্যানে করে চামড়া নিয়ে যাওয়া হচ্ছে।