বড়শিতে উঠল বড় চিতল মাছ
যমুনা নদীতে বড়শি ফেলে অপেক্ষা করছিলেন দুই মাছশিকারি। কয়েকজন তা দেখছিলেন। হঠাৎ করেই সেখানে হইহুল্লোড় শুরু হয়। কারণ, বড়শিতে ধরা পড়েছে বড় একটি চিতল মাছ। রশি বেঁধে নদী থেকে টেনে সে মাছ তীরে তোলা হয়। একটু পরেই মাছটি বাটখারায় মেপে ওজন হয় প্রায় পাঁচ কেজি। বড়শিতে মাছ শিকারের কয়েকটি ছবি নিয়ে এই ছবির গল্প। ছবিগুলো সম্প্রতি তোলা।