একঝলক (১২ জানুয়ারি ২০২৬)

১ / ১৮
ভৈরব নদের পাড়ে বসে আছে শিশুটি। ৭ নম্বর ঘাট এলাকা, খুলনা, ১২ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৮
দেশজুড়ে এলপিজি সিলিন্ডারের সংকট চলছে। এর মধ্যে যা পাওয়া যাচ্ছে সেগুলো চড়া দামে বিক্রি হচ্ছে। ডিলারের কাছ থেকে গ্যাসের সিলিন্ডার কাভার্ড ভ্যানে করে দোকানে নেওয়া হচ্ছে। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ১২ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৩ / ১৮
একলা বসে একটি পাখি। ৭ নম্বর ঘাট এলাকা, খুলনা, ১২ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৮
বর্ষায় যে সুরমা টইটম্বুর থাকে, শুষ্ক মৌসুমে পানি কমে গিয়ে তার বুকেই জেগেছে বিশাল চর। কুশিঘাট, সিলেট, ১২ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৫ / ১৮
কাপ্তাই হ্রদে নৌযানে চলাচলের সময় চরম ভোগান্তিতে পড়তে হয় কচুরিপানার কারণে। কচুরিপানা সরিয়ে দুই ডিঙিনৌকা নিয়ে মাছ ধরতে যাচ্ছেন তাঁরা। নতুনপাড়া, রাঙামাটি, ১২ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১৮
৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। সাভার, ঢাকা, ১২ জানুয়ারি
ছবি: প্রথম আলো
৭ / ১৮
দূরের জলাশয় থেকে খেতে পানি দিতে যাচ্ছেন এক চাষি। চানকুঠি, রংপুর, ১২ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১৮
শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালে লংমার্চ করেছেন ছাত্র-জনতা। সদর রোড, বরিশাল, ১২ জানুয়ারি
ছবি: সাইয়ান
৯ / ১৮
মাছের ঘেরের পানিতে খাবারের খোঁজে এসেছে বুনো হাঁস ও বক। গোলাঘাট, শ্রীপুর, গাজীপুর, ১২ জানুয়ারি
ছবি: সাদিক মৃধা
১০ / ১৮
আর কয়েক দিন পরই সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতীপূজা। তাই বিদ্যার দেবীর প্রতিমা তৈরিতে ব্যস্ত এক নারী কারিগর। দক্ষিণ মমিনপুর, রংপুর, ১২ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৮
পাখপাখালি থেকে বেগুনখেত রক্ষায় নেটের জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। চালতাবাড়ি, বগুড়া, ১২ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
১২ / ১৮
পেঁয়াজ মাঠ থেকে তুলে বিক্রির জন্য বস্তা ভর্তি করছেন কৃষকেরা। গোয়ালন্দ-ফরিদপুর-তাড়াইল সড়ক, রাজবাড়ী, ১২ জানুয়ারি
ছবি: এম রাশেদুল হক
১৩ / ১৮
শীতের সকালে শর্ষেখেতের আল দিয়ে কাজে যাচ্ছেন এক শ্রমজীবী নারী। নতুন বসতি, মানিকগঞ্জ, ১২ জানুয়ারি
ছবি: আব্দুল মোমিন
১৪ / ১৮
২০২৬ সালের সংসদ নির্বাচনের দিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যানার টানিয়েছে রাজশাহী সিটি করপোরেশন। নগর ভবনের প্রধান ফটক, রাজশাহী, ১২ জানুয়ারি
ছবি: শহীদুল ইসলাম
১৫ / ১৮
নদীতে মাছ ধরতে এসে একফাঁকে নৌকায় বসে জাল সেলাই করছেন এক জেলে। সুরমা নদী, কুশিঘাট, সিলেট, ১২ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১৬ / ১৮
নগরের প্রধান সড়ক থেকে অপসারণ করা হয়েছে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বানানো বিভিন্ন দলের প্রার্থীদের শুভেচ্ছা ব্যানার-পোস্টার। সেগুলো এনে রাখা হয়েছে রাজশাহী সিটি করপোরেশনের নগর ভবন চত্বরে। রাজশাহী, ১২ জানুয়ারি
ছবি: শহীদুল ইসলাম
১৭ / ১৮
শ্যালো মেশিন চালিয়ে খেতে সেচ দিচ্ছেন কৃষকেরা। চালিতাবাড়ী, বগুড়া, ১২ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
১৮ / ১৮
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শহীদ মিনার চত্বর, কলাপাড়া, পটুয়াখালী, ১২ জানুয়ারি
ছবি: প্রথম আলো