প্রাণহীন ভৈরব নদ
যশোরে ভৈরব নদের প্রবহমানতা ফেরানো ও নৌযান চলাচলের লক্ষ্যে ২৭৯ কোটি টাকার একটি প্রকল্প নিয়েছিল সরকার। গত বছর জুন মাসে প্রকল্পের কাজ শেষ হয়েছে। কিন্তু খননকাজের সময় গাফিলতি হওয়ায় নদের অধিকাংশ এলাকা এখনো স্রোতহীন, প্রাণহীন। ছবিগুলো সম্প্রতি তোলা।