জোড়া গোলে মেতেছেন আর্জেন্টিনা সমর্থকেরা

নকআউট পর্বের প্রথম ম্যাচ। প্রিয় দলের খেলা দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে আর্জেন্টিনা সমর্থকেরা ছুটে এসেছেন। রাতজাগা বৃথা যায়নি তাঁদের। জোড়া গোলের পর আনন্দে মেতেছেন আর্জেন্টাইন ভক্তরা। বড় পর্দায় খেলা দেখার মুহূর্তগুলো ধারণ করেছেন তানভীর আহাম্মেদ। এ নিয়ে ছবির গল্প:

১ / ৫
আর্জেন্টিনার খেলা দেখতে কানায় কানায় দর্শকে পরিপূর্ণ মুহসীন হলের মাঠ
২ / ৫
গায়ে প্রিয় দলের জার্সি। ভুভুজেলা বাজিয়ে পুরো মাঠ মাতিয়ে রেখেছেন সমর্থকেরা
৩ / ৫
গোলের অপেক্ষায় প্রহর গুনছেন
৪ / ৫
অবশেষে মেসির পায়ে এলো প্রথম গোল
৫ / ৫
বড় পর্দায় খেলা দেখতে কাঁধে চড়ে এসেছে খুদে এই দর্শক