চুয়াডাঙ্গায় গরমে অতিষ্ঠ মানুষ

বাংলাদেশের বেশির ভাগ জেলায় গরমে হাঁসফাঁস জনজীবন। তবে চুয়াডাঙ্গার তাপমাত্রা অপেক্ষাকৃত বেশি কয় দিন ধরে। অতিরিক্ত তাপমাত্রায় চুয়াডাঙ্গা জনজীবন ব্যাহত। বেশির ভাগ মানুষকে দেখা যায় গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে বা পানিতে গা জুড়াচ্ছে। যে যেভাবে পারছে, গরম উপেক্ষা করে দৈনন্দিন কাজ করছে। ছবিগুলো গতকাল শনিবার (১৫ এপ্রিল) তোলা।

১ / ৯
প্রচণ্ড খরতাপেও তেমনই জনজীবন। শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনের ছাদে উঠে গরু নিয়ে চলেছে ব্যবসায়ীরা।
২ / ৯
রোদ থেকে শিশুকে বাঁচাতে কাগজ দিয়ে ছায়া দেওয়ার চেষ্টা করছেন অভিভাবক।
৩ / ৯
ঝুড়ি মাথায় দিয়ে ছায়ায় চলছেন একজন।
৪ / ৯
গরমে হাঁসফাঁস করছে মানুষ। পথেই চলছে হাতপাখা।
৫ / ৯
টেবিল ফ্যান মেরামত চরছে।
৬ / ৯
গরম থেকে প্রশান্তি পেতে গাছের ছায়ায় ঘুমিয়েছেন এক ভ্যানচালক।
৭ / ৯
গরম থেকে একটু প্রশান্তি পেতে সেতুর নিচে বসেছেন বয়োজ্যেষ্ঠরা।
৮ / ৯
মাথাভাঙ্গা নদীর পানি শুকিয়ে অনেকটাই কমে গেছে। গরম থেকে বাঁচতে সেই নদীর পানিতে গা ভিজিয়ে নিচ্ছে একটি কুকুর।
৯ / ৯
নদীতে গোসল করতে নেমে ঠান্ডা পানিতে মেতেছে শিশুটি।