মরা গাছে পাখির বাসা

সিলেটের চা-বাগানের টিলাভূমিতে রয়েছে ছায়াবৃক্ষ। প্রখর রোদ থেকে চা-গাছগুলোকে ছায়া দেয় এই গাছগুলো। এগুলোর মধ্যে একটি ছায়াবৃক্ষ মরে শুকিয়ে গেছে। তবে মরে যাওয়া সেই গাছেই বাসা বেঁধেছে পাখিরা। সিলেট শহরতলির কেওয়াছড়া চা-বাগান থেকে ছবিগুলো তোলা।

১ / ৮
চা-বাগানের টিলায় ঠায় দাঁড়িয়ে মরা গাছটি।
২ / ৮
শুকনো ডালে বসে আছে একটি কাঠশালিক।
৩ / ৮
ফোকর থেকে বের হয়ে যাচ্ছে একটি দোয়েল পাখি।
৪ / ৮
মরা ডালে পোকামাকড়ের সন্ধানে কাঠশালিক।
৫ / ৮
দিনভর গাছটিতে থাকে পাখিদের আনাগোনা।
৬ / ৮
খাবার মুখে বসে আছে কাঠশালিক।
৭ / ৮
গাছের ফোকরে বাসা বেঁধেছে শালিক পাখি।
৮ / ৮
ফোকর থেকে উড়ে যাচ্ছে শালিকটি।