মরা গাছে পাখির বাসা
সিলেটের চা-বাগানের টিলাভূমিতে রয়েছে ছায়াবৃক্ষ। প্রখর রোদ থেকে চা-গাছগুলোকে ছায়া দেয় এই গাছগুলো। এগুলোর মধ্যে একটি ছায়াবৃক্ষ মরে শুকিয়ে গেছে। তবে মরে যাওয়া সেই গাছেই বাসা বেঁধেছে পাখিরা। সিলেট শহরতলির কেওয়াছড়া চা-বাগান থেকে ছবিগুলো তোলা।