সিলেটের পাহাড়, ঝরনা আর সবুজ

পাহাড়, ঝরনা আর সবুজের প্রাচুর্যে ভরা সিলেট। প্রকৃতি যেন দুহাত খুলে সিলেটের সৌন্দর্য মেলে ধরে আছে যুগ যুগ ধরে। সিলেটের সীমান্তবর্তী উপজেলায় ছড়িয়ে আছে নানান পর্যটনকেন্দ্র। জল-পাথরের নদীখ্যাত বিছনাকান্দি, পাথররাজ্য ভোলাগঞ্জের সাদা পাথর, মিঠাপানির জলার বন রাতারগুল, জৈন্তাপুরের লালাখাল, শ্রীপুর রাংপানি ও গোয়াইনঘাটের জাফলং। পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটিতে সিলেটের এসব পর্যটনকেন্দ্রে থাকবে উপচে পড়া ভিড়।

১ / ৯
সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখালের এমন সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকেরা।
২ / ৯
বর্তমান সময়ে সিলেটের নামকরা পর্যটনকেন্দ্র ‘পাথররাজ্য ভোলাগঞ্জের সাদা পাথর’।
৩ / ৯
জল-পাথরের নদীখ্যাত বিছনাকান্দি ঘুরতে যাবেন পর্যটকেরা।
৪ / ৯
পর্যটকেরা রাতারগুল জলার বনেও নৌকা নিয়ে ঘুরতে পারবেন।
৫ / ৯
ঈদের ছুটিতে উপচে পড়া ভিড় থাকবে গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে।
৬ / ৯
বৃষ্টি বাড়লেই জাফলংয়ের ‘মায়াবী ঝরনা’র এমন রূপ দেখতে পারবেন পর্যটকেরা।
৭ / ৯
সিলেট থেকে ৫০ কিলোমিটার দূরত্বে গোয়াইনঘাট উপজেলার পানথুমাই ঝরনার রূপ দেখতে যান পর্যটকেরা।
৮ / ৯
জৈন্তাপুর উপজেলার শ্রীপুর রাংপানিতে ঘুরতে যাবেন পর্যটকেরা।
৯ / ৯
ঈদের দিন থেকে পর্যটকদের ঢল থাকবে সিলেটের বিভিন্ন চা-বাগানে।