বাজছে হেমন্তের আগমনী সুর

কার্তিক ও অগ্রহায়ণ—এ দুই মাস হেমন্তকাল। দিনপঞ্জিতে এখনো আশ্বিন মাস। কিন্তু কার্তিক শুরুর আগেই প্রকৃতিতে বইতে শুরু করেছে হেমন্তের আগমনী বার্তা। দিগন্তে দেখা মিলছে কুয়াশামাখা ভোর। ধানের শিষে জমছে স্বচ্ছ শিশিরবিন্দু। জানান দিচ্ছে, এবার হেমন্ত যেন আগেভাগেই চলে এসেছে। ছবিগুলো সম্প্রতি সিলেটের কোম্পানিগঞ্জের দয়ারবাজার ও মায়ারবাজার এলাকা থেকে তোলা।

১ / ১০
হালকা কুয়াশার চাদরে ঢেকে আছে পাহাড়। সামনে সবুজ ফসলের মাঠ। পড়ন্ত বিকেলের এমন দৃশ্য জানান দেয় হেমন্তের আগমনী বার্তা।
২ / ১০
সোনারঙা ধানের খেত ছাড়িয়ে সবুজ পাহাড়। সেই পাহাড়ের গায়ে মিহি হয়ে পড়ছে কুয়াশা।
৩ / ১০
সারি সারি পাহাড়, ধানখেতের মধ্যে মানুষের বসতি—কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ।
৪ / ১০
পড়ন্ত বিকেলে ফসলের খেতে কাজ শেষে ঘরে ফিরছেন একজন।
৫ / ১০
শরতের শেষে ঘন সবুজ হয়ে উঠেছে ফসলের খেত।
৬ / ১০
ধানগাছের পাতার ওপর হেমন্তের আগমনী বার্তা নিয়ে জমে আছে শিশিরবিন্দু।
৭ / ১০
ঝপ করে সন্ধ্যা নেমেছে। তাই পোষা ছাগলকে নিয়ে ঘরে ফিরছে শিশুটি।
৮ / ১০
সন্ধ্যা নামার আগেই এখন মৃদু কুয়াশা পড়ে। সন্ধ্যার আগে আলপথ ধরে শিশুসন্তানকে নিয়ে ঘরে ফিরছেন এই মা।
৯ / ১০
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগে কুয়াশার চাদর ঘন হতে শুরু করে।
১০ / ১০
কুয়াশামাখা পড়ন্ত বিকেল জানান দিচ্ছে, হেমন্ত আসছে।