বাজছে হেমন্তের আগমনী সুর
কার্তিক ও অগ্রহায়ণ—এ দুই মাস হেমন্তকাল। দিনপঞ্জিতে এখনো আশ্বিন মাস। কিন্তু কার্তিক শুরুর আগেই প্রকৃতিতে বইতে শুরু করেছে হেমন্তের আগমনী বার্তা। দিগন্তে দেখা মিলছে কুয়াশামাখা ভোর। ধানের শিষে জমছে স্বচ্ছ শিশিরবিন্দু। জানান দিচ্ছে, এবার হেমন্ত যেন আগেভাগেই চলে এসেছে। ছবিগুলো সম্প্রতি সিলেটের কোম্পানিগঞ্জের দয়ারবাজার ও মায়ারবাজার এলাকা থেকে তোলা।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০