বালাসি ঘাটে ব্যস্ত জীবন

গাইবান্ধার ফুলছড়ির বালাসি ঘাট—ব্রহ্মপুত্রের তীরঘেঁষা এক ব্যস্ত নৌবন্দর। শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে হলেও এখানে পৌঁছালে যেন অন্য এক জীবনের স্পন্দন চোখে পড়ে। সকাল থেকেই ঘাট ভরে যায় ইঞ্জিনচালিত নৌকার শব্দে। এই নৌকায় প্রতিদিনই পারাপার হয় ফুলছড়ি উপজেলার বিভিন্ন চরসহ কুড়িগ্রামের রাজীবপুর, জামালপুরের সানন্দবাড়ি আর দেওয়ানগঞ্জের মানুষ। এই বালাসি ঘাট নিয়েই এবারের ছবির গল্প।

১ / ৮
ঘাটে একটি নৌকা বাঁধা আছে
২ / ৮
দূর থেকে ধীরে ধীরে আসছে যাত্রীবাহী নৌকা
৩ / ৮
স্রোতে ভেসে আসা গাছের ডাল আর শিকড় তুলে রাখা রয়েছে এদিক-ওদিক
৪ / ৮
ওপারে মালামাল নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা
৫ / ৮
মাঝনদীতে ডিঙিনৌকা নিয়ে ছুটছে মাছ ধরতে
৬ / ৮
কোমরজলে নেমে মাছ ধরতে জাল ছুড়ে দিচ্ছেন কয়েকজন জেলে
৭ / ৮
ঘাটে যাত্রীর অপেক্ষায় থাকা খালি নৌকা
৮ / ৮
নদের পানির নব্যতা কমে এলেও থেমে নেই জীবন