বটগাছে পাখির মেলা
বহু প্রাচীন একটি বটগাছ। বিশাল তার আকার। প্রায় আড়াই একর জায়গাজুড়ে ছড়িয়ে আছে ডালপালা। বটগাছটিতে ফল পেকেছে। সেই ফল খেতে হাজির হচ্ছে হরেক রঙের পাখি। শুধু পাখিই নয়, বটগাছটি বহু মানুষের আশ্রয়স্থলও। দূরদূরান্তের পথ পাড়ি দেওয়া পথিকেরা কখনো গাছটির ছায়ায় দুদণ্ড জিরিয়েও নেন। বগুড়ার কাহালু উপজেলার প্রতাপপুর গ্রামের বটগাছটিতে পাখির আনাগোনা নিয়ে এই ছবির গল্প।
১ / ১১
২ / ১১
৩ / ১১
৪ / ১১
৫ / ১১
৬ / ১১
৭ / ১১
৮ / ১১
৯ / ১১
১০ / ১১
১১ / ১১