একঝলক (২১ জানুয়ারি, ২০২৩)

১ / ১২
শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে রেজিস্ট্রেশন করছে শিক্ষার্থীরা। বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট, ২১ জানুয়ারি
ছবি: জুয়েল শীল
২ / ১২
কনকনে শীতের সকালে ফুলকপি বিক্রির জন্য বাজারে ছুটছেন চাষি। ছবিটি পঞ্চগড় সদরের তেঁতুলিয়া সড়ক থেকে তোলা। ২১ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১২
শীতের সকালে জবুথবু হয়ে গৃহস্থালি পণ্য নিয়ে বিক্রির জন্য ছুটছেন ফেরিওয়ালা। চৌরঙ্গী মোড়, পঞ্চগড়, ২১ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১২
শুঁটকি শুকাতে ব্যস্ত শ্রমিক। চলনবিলে নিংগুইন এলাকায় মিঠাপানির শুঁটকি উৎপাদিত হচ্ছে। সিংড়া, নাটোর, ২১ জানুয়ারি
ছবি: মুক্তার হোসেন
৫ / ১২
শুরু হয়েছে শিখো-প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা। শীত উপেক্ষা করে শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে। পঞ্চগড় সরকারি অডিটরিয়াম, ২১ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১২
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আয়োজিত কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে আঞ্চলিক গণিত উৎসব। উৎসবের উদ্বোধনী পর্ব, ২১ জানুয়ারি
ছবি: এম সাদেক
৭ / ১২
আবাদের এই মৌসুমে সেই ঘোড়া দিয়ে হালচাষও করছেন এক ব্যক্তি। কলসপাড়, গোল্লারপাড় শেরপুর, ২১ জানুয়ারি
ছবি: আবদুল মান্নান
৮ / ১২
নার্সারিতে সাতসকালে ফুলের গাছে পানি ছিটাচ্ছেন এক ব্যক্তি। কুশিঘাট, সিলেট, ২১ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৯ / ১২
বর্ষায় পানিতে টুইটম্বুর থাকে সিলেটের সুরমা নদীর শাখা কুশিগাঙ। শুকনো মৌসুমে যৌবন হারিয়েছে কুশিগাঙ। সেখানে পড়ে আছে মৎস্যজীবীর অলস নৌকা। কুশিঘাট, সিলেট, ২১ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১০ / ১২
গাছে ফুটেছে লাল শিমুল ফুল। বসন্তের আগমনী বার্তা জানান দিচ্ছে শিমুল ফুলে পাখির বিচরণ। মেন্দিবাগ, সিলেট, ২১ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১১ / ১২
শুকনা মৌসুমে কমে যায় সিলেটের সুরমা নদীর পানি। পানি কমে যাওয়ায় জেগেছে চর। কুশিঘাট, সিলেট, ২১ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১২ / ১২
বোরো চাষের মৌসুম শুরু হয়েছে। দলবেঁধে বোরো চারা রোপণ করছেন কৃষকেরা। দরবস্ত, জৈন্তাপুর, সিলেট, ২১ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ