শহড়াবাড়ী খেয়াঘাট

বগুড়া ও সিরাজগঞ্জ— এ দুটি জেলার প্রায় কাছাকাছি শহড়াবাড়ী খেয়াঘাট। একসময় যমুনা নদী দিয়ে অনেক মালামাল আনা-নেওয়া হতো। এখন যোগাযোগ ব্যবস্থা উন্নতির ফলে সড়ক ও সেতু দিয়ে বেশির ভাগ মালামাল পরিবহন করা হয়। রাস্তাঘাট ভালো হওয়ার ফলে খেয়াঘাটের প্রয়োজনীয়তাও অনেকটাই কমেছে। তবে এখনো চরাঞ্চলের মানুষের যোগাযোগের মাধ্যম হলো নৌপথ। ছবিতে বগুড়া ধুনট উপজেলার শহড়াবাড়ী খেয়াঘাটের এক বিকেলের চিত্র।

১ / ৯
ঘাটে রাখা নৌকার ছই তৈরি করছেন কয়েকজন জেলে
২ / ৯
খেয়াঘাটে সারিবদ্ধ করে রাখা জেলেদের নৌকা
৩ / ৯
মাথায় বস্তা নিয়ে নৌকার দিকে যাচ্ছেন এক ব্যক্তি
৪ / ৯
নদী পথে আনা হচ্ছে কাশ ফুল। এসব ফুল বিভিন্ন কাজে ব্যবহৃত হয়
৫ / ৯
চরাঞ্চল থেকে খেয়াঘাটে ভিড়ছে যাত্রীবাহী নৌকা
৬ / ৯
প্রাকৃতিক সৌন্দর্যে মেতেছে ঘাটের আশপাশের শিশুরা
৭ / ৯
খেয়াঘাটের কাউন খেতে কয়েকটি শিশু
৮ / ৯
আকাশে মেঘ জমেছে। খেয়াঘাটে বেঁধে রাখা হয়েছে নৌকা
৯ / ৯
বর্ষায় নৌকার চাহিদা বাড়বে, দ্রুত চলছে মেরামতের কাজ