কাদাজলে ফুটবল খেলা

বোরো ধান কাটার পর মাঠগুলো যখন থই থই কাদাজলে ভরে ওঠে, গ্রামের দুরন্ত ছেলেরা তখন ওই কাদায় মেতে ওঠে ফুটবল খেলায়। বগুড়া শহরতলির মেঘাগাছা গ্রামকে চার ভাগে ভাগ করে চারটি দল গঠন করা হয়, আর ৩০ মিনিটের একেকটি ম্যাচ পরিণত হয় অনাবিল আনন্দে। জয়-পরাজয়ের হিসাব এখানে গৌণ; বরং কাদাজলের ছোঁয়া আর অদম্য প্রাণশক্তিই এই খেলার মূল উপজীব্য। গ্রামীণ জীবনে কৈশোর ও তারুণ্যের এই আনন্দ আর বাঁধনহারা উচ্ছ্বাসের প্রতিচ্ছবি নিয়ে এবারের ছবির গল্প।

১ / ৯
চলছে বল দখলের তীব্র লড়াই।
২ / ৯
কাদা থেকে বল বাঁচানোর আপ্রাণ চেষ্টা।
৩ / ৯
কাদামাখা হাসি হাসতে হাসতেই দিতে হবে ম্যাচ জয়ের গোল।
৪ / ৯
এই ফুটবল ম্যাচ যেন প্রকৃতির সঙ্গে মিশে একাকার হয়ে যাওয়ার আনন্দ।
৫ / ৯
খেলার ফাঁকে হলুদ কার্ডের হুঁশিয়ারি।
৬ / ৯
কাদা মারিয়ে কে নেবে এই বল?
৭ / ৯
দর্শকদের মন্ত্রমুগ্ধ মনোযোগ।
৮ / ৯
চলছে তুমুল লড়াই।
৯ / ৯
প্রতিপক্ষের ঘরে গোল দেওয়ার পর জয়ের উল্লাস।