জনপ্রিয় বাংলা সিনেমার গানে নাচলেন শিল্পীরা

বাংলা সিনেমার জনপ্রিয় সব গান নিয়ে পাবনায় অনুষ্ঠিত হলো নৃত্যানুষ্ঠান। ‘নৃত্যে রুপালি ছন্দ’ শীর্ষক এই অনুষ্ঠানে বাংলা সিনেমার পুরোনো ও নতুন জনপ্রিয় গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। বনমালী শিল্পকলা কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা ও পৃষ্ঠপোষকতায় শুক্রবার রাতে বনমালী শিল্পকলা কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এই পরিবেশনা নিয়ে এবারের ছবির গল্প।

১ / ৯
বুলবুল আহমেদ ও ববিতার সাজে ‘যদি বউ সাজো গো’ গানে মঞ্চে নৃত্য পরিবেশন করেন বাপ্পি ও অর্থী।
২ / ৯
‘আমি একদিন তোমায় না দেখিলে’ গানে নৃত্যরত ইমন ও অর্পিতা।
৩ / ৯
সালমান শাহ-এর ‘বাবা বলে ছেলে নাম করবে’ গানে শিশুশিল্পীরা।
৪ / ৯
‘তুমি মোর জীবনের ভাবনা’ গানে বাপ্পি ও অর্থী।
৫ / ৯
সালমান শাহর গানে তিন জুটি।
৬ / ৯
আনন্দ অশ্রু সিনেমার ‘উত্তরে ভয়ংকর জঙ্গল’ গানে দলীয় নৃত্য।
৭ / ৯
‘তুমি ছাড়া কাটে না কাটে না প্রহর’ গানে অমিত হাসান ও শাবানার চরিত্রে বাপ্পি ও ঝড়া।
৮ / ৯
‘প্রেমের বাক্স দেবো খুইলে’ গানে সমবেত নৃত্য।
৯ / ৯
শাকিব খানের সিনেমার ‘লাগে উরাধুরা’ গানে অর্থী ও তাঁর দলের সমবেত নৃত্য।