নান্দনিক ফড়িং

মেঠো পথ ধরে হাঁটতে শুরু করলেই রংবেরঙের অসংখ্য ফড়িংয়ের ওড়াউড়ি চোখে পড়ে। ওড়াউড়ির ফাঁকে ডানা মেলে বসে ঝোপের মাথায়, ঘাসের ডগায় বা গাছের পাতায়। সূর্যের আলোয় ঝলমল করে ফড়িংয়ে কাচের মতো স্বচ্ছ পাখা। ছোট পোকামাকড় খুঁজে কাটে ফড়িংয়ের সময়। সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচকে নানা রঙের ফড়িং নিয়ে ছবির গল্প:

১ / ৮
চারপাশে সবুজ ঝোপ। শুকনা ডালে বসে আছে লাল ফড়িং
২ / ৮
শুকনা পাতায় বসে আছে স্বচ্ছ ডানার ফড়িং
৩ / ৮
ডোরাকাটা এই ফড়িং খুবই পরিচিত
৪ / ৮
ছোট শুকনা ডালে বসে আছে লাল ফড়িং
৫ / ৮
উড়ছে বাহারি রঙের একটি ফড়িং
৬ / ৮
সবুজ পাতায় ডানা মেলে আছে বর্ণিল ফড়িং
৭ / ৮
সবুজ প্রকৃতি আর নান্দনিক ফড়িং একাকার
৮ / ৮
স্বচ্ছ ডানা মেলে বসে আছে ছোট্ট ফড়িংটি