ফরিদপুর মেডিকেলে আগুনে আতঙ্ক
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের স্টোররুমে আজ বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে সেখানে থাকা ওষুধ, যন্ত্রপাতি ও কাগজপত্র পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিস প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনের ঘটনায় রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।