ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান

চট্টগ্রাম নগরে কাপাসগোলায় ১৮ এপ্রিল বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত রিকশা হিজড়া খালে পড়ে ছয় মাসের এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান জোরদার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ। একসময় অলিগলিতে অল্প কিছু রিকশা চলতে দেখা গেলেও দুই বছর ধরে বেপরোয়া এই যান দাপিয়ে বেড়াচ্ছে নগরের মূল রাস্তা। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সিএমপির চারটি ট্রাফিক জোন সূত্রে জানা গেছে, এপ্রিলের ২২ দিনে চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা জব্দ ও ডাম্পিং হয়েছে ২ হাজার ৮৯৬টি। এসব গাড়ি সিএমপির মুনসুরাবাদ ডাম্পিং স্টেশনে রাখা হয়েছে।

১ / ১০
ব্যাটারিচালিত রিকশার একটি গ্যারেজে অভিযান চালাচ্ছে পুলিশ
২ / ১০
গ্যারেজের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে
৩ / ১০
অভিযান চালিয়ে জরিমানা করছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত
৪ / ১০
মিটারের সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মীরা
৫ / ১০
গ্যারেজ থেকে ব্যাটারিচালিত রিকশা জব্দ করে বের করা হচ্ছে
৬ / ১০
. জব্দ করা ব্যাটারিচালিত রিকশা নিয়ে যাওয়া হচ্ছে
৭ / ১০
ট্রাকে ওঠানো হচ্ছে জব্দ করা ব্যাটারিচালিত রিকশা
৮ / ১০
জব্দ করার পর ব্যাটারিচালিত রিকশা নিয়ে যাচ্ছে পুলিশ
৯ / ১০
ডাম্পিংয়ে জব্দ করা গাড়ির নম্বর দেওয়া হয়েছে
১০ / ১০
প্রায় ৩ হাজার ব্যাটারিচালিত রিকশা জব্দ করেছে সিএমপি