বৃষ্টিতে ফুটবল খেলা

আকাশে কালো মেঘের ঘনঘটা। হঠাৎ নেমে এল বৃষ্টি। এর মধ্যেই ফুটবল নিয়ে মাঠে হাজির একদল কিশোর। থেমে থেমে কিছুক্ষণ পরপর বৃষ্টি হচ্ছে। কাদা–পানি মিলেমিশে একাকার। কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই কারোর। মনের আনন্দে ফুটবল খেলায় মেতেছে তারা। চট্টগ্রামের ফিরিঙ্গিবাজার এলাকায় বৃষ্টিতে ফুটবল খেলা নিয়ে ছবির গল্প।

১ / ৯
চলছে বল দখলের চেষ্টা।
২ / ৯
জমে থাকা পানিতে গিয়ে পড়েছে বল। সেখানে চলছে বলকে নিজের আয়ত্তে রাখার চেষ্টা।
৩ / ৯
চলছে বল দখলের লড়াই।
৪ / ৯
প্রতিপক্ষের খেলোয়াড়কে পাশ কাটিয়ে সামনে ছুটে চলা।
৫ / ৯
পানিতে আটকে গেছে বল।
৬ / ৯
বল নিয়ে এগিয়ে চলছে একজন।
৭ / ৯
দুজনকে পাশ কাটি গোলপোস্টের দিকে বল নেওয়ার চেষ্টা।
৮ / ৯
গোলপোস্টে কিক করার আগমুহূর্ত।
৯ / ৯
গোল করার পর উল্লাস।