পরিত্যক্ত প্লাস্টিকের বোতল যাচ্ছে বিদেশে

দেশের বিভিন্ন স্থান থেকে আসে ব্যবহৃত ও ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল। কারখানায় এলে প্রথমে বোতলে থাকা প্লাস্টিকের মোড়ক তুলে আলাদা করা হয় লাল ও সবুজ রঙের বোতল। এরপর যন্ত্রের মাধ্যমে বোতলগুলো কেটে ও ধুয়ে টুকরাগুলো শুকানো হয়। পরে ২৫ কেজির বস্তায় মোড়কজাত করে তা রপ্তানি করা হয়। বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া প্লাস্টিকের বোতলের টুকরার ৯০ থেকে ৯৫ শতাংশই যায় চীনে। বাকিটা যায় ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড ও হংকংয়ে। চট্টগ্রাম নগরের হালিশহর আনন্দবাজার এলাকায় এক কারখানায়। ছবি: জুয়েল শীল

১ / ১০
টুকরিতে রাখা হচ্ছে বোতল
২ / ১০
বাছাইয়ে জন্য বোতল সরানো হচ্ছে
৩ / ১০
চলছে বোতল থেকে প্লাস্টিকের মোড়ক সরানোর কাজ
৪ / ১০
বড় বস্তায় বোতল ঢোকানোর কাজে ব্যস্ত শ্রমিকেরা
৫ / ১০
টুকরিতে নেওয়ার পর বড় বস্তায় বোতল রাখা হচ্ছে
৬ / ১০
মোড়ক খোলা বোতলগুলো অন্যত্র সরানো হচ্ছে
৭ / ১০
বিভিন্ন স্থান থেকে আসা বোতল স্তূপ করে রাখা হয়েছে
৮ / ১০
বস্তায় করে বোতল নিয়ে স্তূপের ওপরের অংশে ফেলা হচ্ছে
৯ / ১০
বস্তায় রাখা হচ্ছে বোতল
১০ / ১০
বোতল কারখানার শ্রমিকদের অধিকাংশই নারী