মাছ বেচাকেনায় জমজমাট যমুনার তীর

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বেড়িবাঁধ। বাঁধের কিনারায় ছোট ছোট বেশ কয়েকটি টিনের ঘরে দেবডাঙ্গা মাছের আড়ত। চলছে শত শত মানুষের হাঁকডাক। চলছে মাছের দাম হাঁকাহাঁকি। তবে মাপজোখের বিষয় নেই। ঠিকায় চলছে বেচাকেনা। ছোট–ছোট গামলায় থরে থরে সাজানো বিভিন্ন প্রজাতির নদীর টাটকা মাছ। নিমিষেই বেচাবিক্রি শেষ হয় এসব মাছ। নানা প্রজাতির মাছে জমজমাট যমুনার তীরের ছবিগুলো সম্প্রতি তোলা।

১ / ৮
গামলায় রাখা মিশালি মাছ বিক্রির জন্য হাঁকডাক চলছে।
২ / ৮
আড়তে গামলায় রাখা আইড় মাছ। মাছটি ১ হাজার ২০০ টাকায় বিক্রি হয়।
৩ / ৮
নদীর মিশালি মাছ বিক্রির জন্য গামলায় রাখা হয়েছে।
৪ / ৮
টাটকা ঘাউরা, বাচা ও বাইন বিক্রি হয়ে গেছে। অবশিষ্টগুলো বরফ দিয়ে সংরক্ষণ করে বিক্রির জন্য নেওয়া হবে শেরপুর শহরে।
৫ / ৮
আড়তে বিক্রির জন্য আনা আইড়। মাছগুলো ১ হাজার ৫০০ টকায় বিক্রি হচ্ছে।
৬ / ৮
আড়তে ঠিকা চুক্তিতে ইলিশ ও ঘাউরা মাছগুলো দুই হাজার টাকায় কিনেছেন এক খুচরা মাছ বিক্রেতা।
৭ / ৮
আড়ত থেকে কালবাউস, বাইন, শৈরালী, কাউয়া কাটা, ঘাউরা, বাচা, ইটা, আখলা, চিংড়ি, বেলে মাছ ঠিকায় কিনেছেন দুই খুচরা ব্যবসায়ী।
৮ / ৮
আড়তে মাছ বেচাকেনা শেষে গামলা পরিষ্কার করছেন এক ব্যক্তি।