জেঁকে বসছে শীত

হেমন্তের শেষে উত্তরের জনপদে ঘন কুয়াশা পড়তে শুরু করেছে। জেঁকে বসছে শীত। কুয়াশার কারণে সকালের দিকে কাছের জিনিসও চোখে পড়ে না। দিনের বেলায়ও সড়ক-মহাসড়কে বাতি জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হয়। তবে এমন শীতেও বসে নেই শ্রমজীবী মানুষেরা। ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে তাঁদের বের হতে হয় জীবিকার সন্ধানে। এমন শীতের আবহে রংপুরের শহরতলির কিছু ছবি।

১ / ১০
ঘন কুয়াশায় গায়ে চাদর জড়িয়ে কাজে বের হয়েছেন এক নারী
২ / ১০
ঘন কুয়াশায় কমে এসেছে দৃষ্টিসীমা। মোটরসাইকেলের হেডলাইট জ্বালিয়ে গন্তব্যে ছুটছেন একজন
৩ / ১০
কুয়াশার মধ্যে ঝুঁকি থাকা সত্ত্বেও মহাসড়কে বাস থামিয়ে যাত্রী তোলা হচ্ছে
৪ / ১০
শীত উপেক্ষা করে মোটরচালিত ভ্যানে বাঁশ বেঁধে শহরের পথে যাত্রা
৫ / ১০
ঘন কুয়াশা চারপাশে। জেঁকে বসেছে শীত। কিন্তু ঘরে বসে থাকার জো নেই। সাইকেল চালিয়ে জীবিকার সন্ধানে ছুটছেন কয়েক দিনমজুর
৬ / ১০
কুয়াশায় দুর্ঘটনা এড়াতে লাইট জ্বালিয়ে সড়কে চলছে মোটরচালিত অটোরিকশা।
৭ / ১০
কুয়াশায় ছেয়ে আছে চারপাশ। এর মধ্যে সকালবেলায় খেতে চারা রোপণে ব্যস্ত এক কৃষক
৮ / ১০
শীতের কুয়াশাভেজা সকালে কাজে যাচ্ছেন এক কৃষক
৯ / ১০
প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে কুয়াশাভেজা ভোরে খেতের উদ্দেশে রওনা হয়েছেন এক কৃষক
১০ / ১০
ঘন কুয়াশার মধ্যে বিদ্যালয়ের পথে দুই শিক্ষার্থী। মুহূর্তটি সেলফিতে তুলে রাখছে একজন