চট্টগ্রামের বিপজ্জনক খাল

নিখোঁজ হওয়ার ১৪ ঘণ্টা পর গতকাল শনিবার সকাল ১০টার দিকে নগরের চাক্তাই খাল থেকে উদ্ধার করা হয় শিশু সেহরিশের নিথর দেহ। আগের দিন গত শুক্রবার রাত ৮টার দিকে কাপাসগোলার হিজড়া খালে তলিয়ে যায় সে। এরপর শুরু হয় উদ্ধারকাজ। চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে প্রতিবছর এমন দুর্ঘটনায় প্রাণ হারাতে হয় অধিবাসীদের। কিন্তু এরপরও অরক্ষিত থেকে গেছে অনেক এলাকার খালগুলো। ছবিগুলো সম্প্রতি তোলা–

১ / ৯
প্রতিদিন বহদ্দারহাট এলাকায় এভাবে ঝুঁকি নিয়ে চলাচল করে মানুষ
২ / ৯
চশমা খালের পাশ দিয়ে এভাবে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়
৩ / ৯
স্থানীয় লোকজন বাঁশ দিয়ে বেড়া দিয়ে রেখেছেন চশমা খালে
৪ / ৯
সড়কের পাশে অরক্ষিত অবস্থায় বহদ্দারহাট এলাকায় চাক্তাই খাল
৫ / ৯
খালের পাশে প্লাস্টিক খুঁজছে একটি শিশু
৬ / ৯
খালে সেতু তৈরি করে সেতুর ওপর ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় লোকজন
৭ / ৯
অরক্ষিত অবস্থায় থাকা এই চাক্তাই খালে প্রায়ই দুর্ঘটনা ঘটে
৮ / ৯
হাঁটার সময় একটু অসতর্ক হলে ঘটবে দুর্ঘটনা
৯ / ৯
খালের পাশে সড়কটি দিয়ে আসার সময় প্রায়ই উল্টে যায় ব্যাটারিচালিত অটোরিকশা