জলাবদ্ধতার কষ্টের পর এবার ভাঙাচোরা সড়কের ভোগান্তিতে বন্দরনগর চট্টগ্রামের মানুষ। চার দিনের জলাবদ্ধতায় নগরের মূল সড়কের পাশাপাশি শাখা সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও পিচ উঠে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে খানাখন্দের। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পরিবহনচালক ও যাত্রীদের। এ অবস্থায় বেড়েছে দুর্ঘটনার আশঙ্কাও। প্রতিবছরই ভারী বর্ষণ ও জোয়ারে সৃষ্ট জলাবদ্ধতায় দেশের দ্বিতীয় বৃহত্তম এই নগরের রাস্তাঘাট বেহাল হয়ে পড়ে। কোনো বছর বেশি, কোনো বছর কম। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) হিসাবে, চলতি বছর এ পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় ৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবিগুলো সম্প্রতি তোলা।
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯